Daily Gazipur Online

নড়াইলে আগুনে পুড়ল তিনটি বসতঘরসহ রবিশস্য

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের শামুখখোলা গ্রামের সৈয়দ আশরাফ আলীর বাড়িতে সোমবার দুপুরে অগ্নিকান্ডে চারটি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত আশরাফ আলী বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড রৌদ্রের তাপে আগুনের লেলিহান শিখা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি বসতঘরের ধান, রবিশস্য, কাপড়, আসবাবপত্রসহ ম‚ল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।