নড়াইলে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

0
165
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ারিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৮০) নামে এক বৃদ্ধর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তিনি জুড়ারিয় গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। রোববার (২৩ আগস্ট) সকালে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম ১৯ আগস্ট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। ওই দিনই তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। কিন্তু এখনও তার নমুনার ফলাফল পাওয়া যায়নি। রোববার সকালে সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে জেলার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ডাক্তার ডা. রুহল বিশ্বাস ও ডা. মেহেদী অপরদিকে তুহিন মিয়া নামে এক কর্মচারীসহ মোট ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১০১জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৫৫জন সুস্থ্য হয়েছে এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২৫জন আইসোলেশনে ভর্তি আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here