নড়াইলে নিখোঁজ কৃষকের সন্ধান পায়নি

0
163
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে মালাই শেখ (৬২) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। ৩৬ঘণ্টা পার হলেও এখনও পর্যন্ত তার সন্ধান পরিবারের লোকজন। নড়াইলের চাঁচই গ্রামের পার্শ্ববর্তী মধুমতি নদীতে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ কৃষকের পরিবার ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, জেলার জয়পুর ইউনিয়নের চাঁচই (মধপাড়া) গ্রামের মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মালাই শেখ জাল নিয়ে পার্শ্ববর্তী মধুমতি নদীতে মাছ ধরতে যায়। এরপর ওই রাতে আর বাড়িতে ফিরে আসেন না তিনি। এ দিকে, বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ দিকে, নিখোঁজের ৩৬ ঘণ্টা পার হলেও সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন থানার শরণাপন্ন হয়। ঘটনার সত্যতা স্বীকার করে নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, নিখোঁজের বিষয়টি জানার পরে দায়িত্বরত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের জানানো হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার এস এম আশরাফ হোসেনের তত্ত¡াবধানে নদীর সম্ভাব্য স্থানে তল­াশি শুরু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here