পল্লবীতে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

0
351
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবন থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
আজ শনিবার দুপুর ১২টার দিকে পল্লবী ১২ নম্বর সেকশনের ই-ব্লকের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে, ওই নারীকে দুর্বৃত্তরা হত্যার পর এখানে মরদেহ ফেলে গেছে ।
ডিএমপি পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম আজ গনমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, খবর পাওয়ার আমরা পর হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছি। লাশের মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। স্থানীয়রা কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের সিআইডির ক্রাইম সিন এসে কাজ করবে। তারা আলামত সংগ্রহের পর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হবে।এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here