Daily Gazipur Online

পাঁচবিবিতে ধসে পড়ল তরকারী বাজারের ১১৬টি দোকান

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে তরকারী বাজারের ১১৬টি দোকান এক সঙ্গে ধসে পড়েছে। এ ঘটনায় প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হও্য়ার সম্ভাবনা রয়েছে ।
ক্ষতিগ্রস্ত দোকানদার বিকাশ চন্দ্র ও স্থানীয়দের ভাষ্যমতে একটি দোকানের খুটি নড়বড়ে থাকার কারনে অপর দোকানের উপড় ধসে পড়লে পর ওই লাইনের সব দোকান দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে। এভাবে ঐ কাঁচা বাজারের ১১৬ টি দোকান এক সঙ্গে ধসে পড়ে। ঘটনাটি আজ শনিবার দুপুর ১২টার দিকে ঘটে। তবে দোকান ঈদের নামাজের কারনে দোকান বন্ধ থাকায় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দূর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।