পাঁচবিবি সীমান্তে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার, আটক-২

0
228
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি:পাঁচবিবির কয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন উপজেলার চেঁচড়া গ্রামের আঃ লতিফের ছেলে মাজেদুল ইসলাম শিপন (২৭) ও মৃত খোকা মুন্সির ছেলে তৌহিদ (৩৫)। ফেন্সিডিল গুলো পাচারে সহায়তার জন্য চেঁচড়া গ্রামের মিজান, রিদয়, ইয়াসিন ও মিঠুকে পলাতক আসামি করে থানায় মামলা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।
কয়া ক্যাম্প কমান্ডার আবু সাঈদ বলেন, রবিবার রাতে সীমান্তে দ্বায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে কয়েকজন মাদক পাচারকারি ফেন্সিডিল পাচার করে চেঁচড়া গ্রামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে মজুত হচ্ছে এমন গোপন সংবাদ আসে। ভোর রাতে চেঁচড়া সীমান্তের ২৮৩/১৯ সাব পিলার এলাকার তৌহিদের বাড়ির ভিতর সিম গাছের নিচে থেকে ক্যাম্পের টহলদলের সদস্য ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরে মাদক আইনের মামলায় তাদেরকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here