Daily Gazipur Online

পাবনা জেলা জাতীয় শ্রমিক লীগ এর জরুরী সভা অনুষ্ঠিত

আর কে আকাশ: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর পাবনায় আগমন ও মহান মে দিবস পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার জরুরী সভা শনিবার বেলা ১১টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জরুরী সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথা।
জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক আ. সালামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক আবু দাউদ, নির্বাহী সদস্য আবুল হোসেন, সোহরাব হোসেন, আলতাব হোসেন, রইচ উদ্দিন, আ. হামিদ, মো. সুমন, আলম সরকার, মনসুর আলী, আনিস প্রমূখ।
জরুরী সভায় ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর পাবনায় আগমন উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিটের উপস্থিতি ও মহান মে দিবস যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।