
মোঃ রাজীব হোসেন: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৩৯,৪০,৪১,৪২নং ওয়ার্ডের পূবাইল, বিন্দান, চামুড্ডা, হায়দরাবাদ এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডের আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে আজ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর ৫ আসনের এম.পি মেহের আফরোজ চুমকী। বক্তব্যে তিনি বলেন, আগস্ট মাস বাঙ্গালী জাতির শোকের মাস। ১৫ই আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়। ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫সালের ১৫ই আগস্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙ্গালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী কুচক্রীমহল।
এসময়ে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আজিজুর রহমান শিরিষ। গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন। টঙ্গী সিরাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ওয়াদুদ রহমান। গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকি জুলি। সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোস্না বেগম। আওয়ামীলীগ নেতা জহিরুল হক মাষ্টার, লোকমান হোসেন মোল্লা, সোলেমান মোল্লা প্রমুখ।
