
মোঃ রাজীব হোসেন, পূবাইল : গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকালে ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ ময়েজ উদ্দিনের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীগ নেতা সোলেমান মোল্লা, সভাপতিত্ত্ব করেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর, মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি , আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির গাজীপুর ৫ আসনের এম.পি মেহের আফরোজ চুমকী। আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকি জুলি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
