Daily Gazipur Online

পূবাইলে ৩৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০ নং ওয়ার্ডের কুদাব পূর্বপাড়া থেকে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তার নাম ছালাম মোল্লা (৪০)। তিনি ওই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শাহীনের বাড়ি থেকে তাকে আটক করে পূবাইল থানা পুলিশ।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শাহিন দেওয়ান (৪০) ও তার ভগ্নিপতি কাওসার (৪২) গোপন দরজা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ৪০ নং ওয়ার্ডের দীর্ঘদিন ধরে চক্রটি মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে পূবাইল মেট্রোপলিটন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে মাদক মামলায় ছালামকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।