Daily Gazipur Online

পেলে সেরে উঠেছেন

ডেইলি গাজীপুর স্পোর্টস: মূত্রঘটিত সংক্রমণে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হওয়া ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে সুস্থ হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।
বুধবার পেলের মুখপাত্র তার হাসপাতালে ভর্তির খবর জানান। এক অনুষ্ঠানে যোগ দিতে প্যারিসে এসেছিলেন তিনটি বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
এক টুইটে সুস্থতার খবর জানানো পেলে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও দেন।
“আপনাদের সব ভালোবাসার জন্য আপনাদেরকে ধন্যবাদ! অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে এবং সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ঠিকই আছে। আমি আগের চেয়ে এত বেশি ভালো বোধ করছি যে আমার মনে হচ্ছে, আমি আবারও খেলতে প্রস্তুত!”
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন পেলে। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় সাও পাওলোর একটি হাসপাতালে তার মেরুদ-ে অস্ত্রোপচার করা হয়। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এসেছিলেন হুইলচেয়ারে বসে।