Daily Gazipur Online

পোরশায় বেগম রোকেয়া দিবস দিবস উদযাপন

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
এসময় শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ও একেএম ওলিউল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব, নিতপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য শেষে ৫ জন জয়িতার মাঝে ক্রেষ্ট তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহিনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নারীরা।