
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ সোমবার পোরশা,উপজেলার সারাইগাছি আড্ডা রোডে তারেক জিয়ার মোড় সংলগ্ন ৭স্টার ইট ভাটার কাছে ষ্টারিং ভটভটি এবং অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন পোরশা উপজেলার দক্ষিন লক্ষিপুর গ্রামের মৃত চান মুন্সীর ছেলে আব্দুল হাকিম (৪৫) এবং একই গ্রামের মোঃ কফিল উদ্দীন এর ছেলে সাদেকুল (৩৫)।
এসময় মনোয়ার হোসেন ১৮ নামক একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মৃত দুজেনই অটো চার্জার আরোহী ছিলেন। এঘনায় ভটভটির চালক পলাতক রয়েছেন এবং ঐ এলাকাজুড়ে শোকের মাতন চলছে।
নিহতের পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করেছে পোরশা থানা পুলিশ।
