ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রাখুন ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ এই উপলক্ষে গ্লোবাল বায়ুট্রাস্ট লি: কমিউনিটি ক্লিনিক গ্রুপ ও সাপোর্ট গ্রুপ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম মাস উপলক্ষে গাজীপুরের পূবাইল মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচীর গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষের সভাপতিত্বে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা: ইউনুস আলী সরকার, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: আমির হোসেন রাহাত, কমিউনিটি ক্লিনিক গ্রুপের কো অডিনেটর শাহানা পারভীন, গাজীপুর সির্ভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনু) আব্দুল্লাহ আল জাকী, গাজীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীন, টঙ্গী মেঘনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ জাহিদ আল মামুন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আওলাদ হোসেন, এড. মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টার, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রাজিবুল হাসান রাজিব, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন প্রমুখ। প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল বলেন, ডেঙ্গু প্রতিকারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে, অধিকাংশ ডেঙ্গু রোগীই সময়মত সাধারণ চিকিৎসায় সেরে যায়, ডেঙ্গু হলে বেশি করে পানি ও তরলজাতীয় খাবার খেতে হবে, ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই মশারির ভিতরে রাখতে হবে, জ্বর ও ব্যথা কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামাল ঔষধ খেতে হবে, জমা পানি ফেলে দিন, তিন দিনে একদিন, দরজা জানালায় মশা প্রতিরোধ জাল লাগাতে হবে, ঘরে মশা তাড়ানোর ধূপ, ম্যাট, কয়েল বা মশানাশক তেল ব্যবহার করতে হবে, ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।