Daily Gazipur Online

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

জাহাঙ্গীর আকন্দ:ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে গাজীপুর মহানগর ছাত্রলীগ।
সোমবার সকালে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোঃ নিরব, ৪৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, ৪৩নম্বর ওয়ার্র্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক, ছাত্রলীগ নেতা মশিউর হক নাহিন প্রধান, পিয়াস, শাহাদাতসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।