Daily Gazipur Online

বঙ্গবন্ধু মরে নাই

হাসিনা রহমান

সেদিনের সেই ভয়াল রাত
আজও আমায় কাঁদায়
সেদিনের সেই নির্মমতা
আজও আমায় ভাবায়
কেন তারা জাতির জনককে
এভাবে হত্যা করে?
কেন তারা শেখ হাসিনাকে
পিতৃ হারা করে?
আজও তারা ঘুরে বেড়ায়
বাংলার এই বুকে
তাদের বিচার করতে হবে
সর্বোচ্চ আদালতে
মুজিব আছে, আমার মনে
মুজিব আছে এই বাংলায় ৷
মুজিব আছে সহস্র কোটি হৃদয়ে
রয়েছে বাংলার প্রতি তাঁর
অসাধারণ অবদান ৷


লেখিকা : হাসিনা রহমান