বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

0
98
728×90 Banner

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর বরগুনা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন এর সম্মতিক্রমে আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ২১ মে ১১ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন করেন। এই কমিটিতে দৈনিক ঢাকা প্রতিদিনের বরগুনা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রাফিন সভাপতি ও বিজয় টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ জুলহাস মিয়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক মাতৃজগতের মশিউর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের বরিশালের এ.কে.এম শাহাদাত হোসেন খান, অর্থ বিষয়ক সম্পাদক নিউজ মেইলের সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক দৈনিক বরিশাল সময়ের মিজানুর রহমান সেন্টু, দপ্তর সম্পাদক বাংলা ৫২ নিউজ এর হাজী সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক সংবাদ সকালের সোহাগ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য দৈনিক বরিশাল সমাচারের রাবেয়া ইসলাম, দৈনিক সংবাদ সকালের মোঃ জাকারিয়া তুহিন ও দৈনিক বরিশাল বার্তার মোঃ ইমরান হোসেন।
অনুমোদিত এই কমিটি আগামী ২ বছরের জন্য আরজেএফ’র গঠনতন্ত্রের ১০ (ক) ধারা অনুযায়ী অনুমোদন দেওয়া হয়েছে। বরগুনা জেলা কমিটিকে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ, অধিকার প্রতিষ্ঠার জন্য কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়াও বরগুনা জেলা কমিটির উদ্যোগে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি পালন করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here