Daily Gazipur Online

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন এর সংবাদ সম্মেলন ও নিবন্ধন প্রকাশ

মোঃ বায়েজীদ হোসেন: বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে শুক্রবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন ও নিবন্ধন প্রকাশ করেছেন সংগঠনটি।এসময় বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুদর্শন কুমার বাশঁফোর বক্তব্যে বলেন- হরিজন সমাজ তথা অবহেলিত অদৃশ্য সমাজকে ঐক্য ও সংজাতি বিধান নর-নারী হরিজন সম্প্রদায় নির্বিশেষে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিয়তা বিধান এবং হরিজন সম্প্রদায় মানব সত্ত¡ার মর্যাদা ও মূল্যবোধের স্বীকৃতি মানুষের স্বাভাবিক জীবন বিকাশের পরিপূর্ণ সুযোগ সৃষ্টি হরিজন সম্প্রদায়ের সকল মেহনতি পশ্চাদ অনগ্রসর জনগনের উপর শোষন বঞ্চনা ও কুসংস্কার অবসানের জন্য পূর্ণ শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতা ও ন্যায় বিচার হরিজন সম্প্রদায়ের নিয়মানুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা, সর্বাঙ্গীন উন্নতজাতি ও দারিদ্র বিমোচন মাদকমুক্ত হরিজন সমাজ গঠন করা, ভূমিহীন হরিজন সম্প্রদায়কে ভূমি ব্যবস্থা, বেকারত্ব দূরিকরণ, অধিকতর কর্মসংস্থান সৃষ্টি, হরিজন সম্প্রদায় সমাজকে আধুনিকরনীয় ও হরিজন সম্প্রদায় কল্যাণে সমপযোগী সমাজ সংস্কার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে অবিচল, নিষ্ঠা সততা, শৃঙ্খলা ও দৃঢ়তার সাথে আতœনিয়োগ করাই হবে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের উদ্দেশ্য ও লক্ষ্য। এছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজল বাশঁফোর। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক মিঠাই লাল বাশঁফোর, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বাশঁফোর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী রাকেশ, কার্যনিবার্হী সদস্য জয়রাজ বাশঁফোর, নন্দ কুমার বাশঁফোর (এলএলবি), নয়ন বাশঁফোর। এছাড়া বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিত্ব করেন গাজীপুর জেলা- শ্রী মহন বাশঁফোর, রতন বাশঁফোর, জীবন বাশঁফোর, রাজা বাশঁফোর, খোকন বাশঁফোর, সুরেশ বাশঁফোর, রনজিৎ বাশঁফোর, চুয়াডাঙ্গা জেলা থেকে শ্রী দয়াল ভূঁইমালী সরদার, নিশি কান্ত ভূঁইমালী সরদার, মহন ভূঁইমালী সরদার, দুলাল বাশঁফোর, ঝিনাইদহ জেলা- শ্রী অসিম দাস, রাজু দাস, সুজন দাস, মন্টু দাস, মিন্টু দাস এছাড়াও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email