ডেইলি গাজীপুর প্রতিবেদক : ব্যবসা ও বাণিজ্যিক করিডোরকে শক্তিশালী করার বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এক ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনা করে ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জিয়াউদ্দিন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশা বিশওয়াল প্রমুখ এই সংলাপে অংশ নিয়েছেন।
ডিজিটাল প্লাটফর্মে শতাধিক বাংলাদেশী ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন এবং সংস্থা এই আনুষ্ঠানে অংশ নিয়েছে। এই সংলাপে ব্যবসার ধারাবাহিকতার সেরা অনুশীলন, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন সুযোগ, সরবরাহ চেন ও লজিস্টিক পুনরায় নক্সাকরণ এবং বিস্তৃত অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনরুজ্জীবনসহ বিভিন্ন বিষয়ে শিল্প নেতাদের কাছ থেকে শোনার সুযোগ করে দিয়েছে।