Daily Gazipur Online

বান্দরবানে যেীথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ র্শীষ সন্ত্রাসী আটক

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে যেীথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ র্শীষ পাহাড়ি সন্ত্রাসী নেতাকে আটক করা হয়েছে । এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও একটি মোবাইল উদ্ধার করা হয়। বর্তমানে সে সেনাবাহিনীর হস্থান্তরে রযেছে । গত বুধবার তাকে রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রায় ১ ঘন্টা পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়র পর তাকে আটক করে । আটক কৃত ব্যাক্তি মন্টু মার্মা (২৯) বান্দরবানের মগ লিবারেশন পার্টির এক শীর্ষ নেতা বলে জানা গেছে ।
রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, আমরা ঘটনা শুনেছি, তবে সেনাবহিনী এখনও আমাদের কাছে মন্টু মার্মাকে হস্তান্তর করা হয়নি । ।আটক মন্টু মার্মা দীর্ঘদিন ধরে রুমার বিভিন্ন এলাকায় অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছে। চলতি বছরের ২৫ জানুয়ারি পালিকাপাড়া থেকে ৪ কাঠুরিয়া শ্রমিককে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত। মন্টুর বিরুদ্ধে রুমার দুই আদিবাসী কিশোরী ধর্ষণেরও অভিযোগ রয়েছে। । তারা আশা করছে এর মাধ্যমে তারা এই সংগঠনের অন্য সকলকে খুব দ্রুত আটক করতে পারবেন ।