Daily Gazipur Online

বারি উদ্ভাবিত প্রযুক্তির প্রশিক্ষণ কর্মশালা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘বারি উদ্ভাবিত প্রযুক্তি’ সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাস।
বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ উইং) কৃষিবিদ মো. আবুল হাশিম, বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আব্দুল ওহাব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রের সবজি ও ফুলের গবেষণা মাঠ এবং হাইড্রোপনিক ল্যাব, সকল গবেষণা মাঠ, এ্যারোপনিক্স ল্যাব এবং কন্দাল ফসল গবেষণা মাঠ, টিসুু কালচার ল্যাব, আইপিএম ও টক্সিকোলজী ল্যাব এবং ফার্ম মেশিনারী ল্যাব পরিদর্শন করেন।