বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
174
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বঙ্গবন্ধু শিশু কিশোর কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে ২৬ ডিসেম্বর সকালে ঢাকার পল্টনস্থ ইকোনোমিক্স ফোরাম অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। সংগঠনের সভাপতি মোঃ মুশফিকুর রহমান মিন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব ডা. উত্তম কুমার বড়–য়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, আমেরিকা বাংলাদেশ ইউনির্ভার্সিটির ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের এই অর্জনের পিছে রয়েছে দীর্ঘদিনের সংগ্রাম-আন্দোলনের ও ত্যাগ তীতিক্ষার ইতিহাস। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি ক্ষুধা-দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেনতায় উজ্জীবিত হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here