Daily Gazipur Online

“বিট পুলিশিং” পদ্ধতিতে “করোনা প্রতিরোধ প্লাটুন”

এস.এম.মনির হোসেন জীবন : “বিট পুলিশিং” পদ্ধতিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং উদ্যমী স্বেচ্ছাসেবকদের নিয়ে “করোনা প্রতিরোধ প্লাটুন” গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
আজ শুক্রবার ডিএমপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাজিরুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আজ শুক্রবার সকাল থেকে হ্যান্ড মাইকে বিভিন্ন উদ্বুদ্ধমূলক শ্লোগান প্রদান, জনকল্যাণ সমিতি, মসজিদ কমিটি, বিভিন্ন ক্লাবের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সামাজিক দুরুত্ব ও নাগরিকদের এ সময়ে ঘরে থাকার বিষয়ে আহবান জানানো হয়। করোনা প্রতিরোধে কর্মকৌশল হিসেবে মিরপুর মডেল থানা পুলিশ এধরনের নতুন উদ্যোগ গ্রহন করেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ”যেখানেই লোক সেখানেই বাশির ফোক”। আমরা প্রত্যেকের হাতে বাঁশি তুলে দিয়েছি। বাশি যে স্থানে বেজে উঠবে পুলিশ সেখানে গিয়ে হাজির হবে। এতে কোন সন্দেহ নেই। ইতোমধ্যে পুলিশ জনগনের কাছ থেকে ব্যাপক সাড়া পাচেছ।
(ওসি) মোঃ মোস্তাজিরুর রহমান বলেন, এছাড়াও থানা এলাকার সকল ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে জনগণকে ঘরে রাখা ও অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ করা, মহল্লার মধ্যে সকল প্রকার আড্ডা বন্ধ রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। থানার ৭টি বিটে “করোনা প্রতিরোধ প্লাটুন” নিজেরা কর্মকৌশল হিসেবে নির্ধারণ করে থাকে।
মিরপুর মডেল থানা পুলিশ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ টহল, ক্লোজ মনিটরিং এবং বিভিন্ন রাস্তায় রোড বøক দিয়ে চেকপোস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কাজের পাশাপাশি কর্মকৌশল হিসেবে মিরপুর মডেল থানা নিয়েছে নতুন উদ্যোগ।