বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন যাত্রীদের মধ্যে পুলিশের আড়াই হাজার মাস্ক বিতরণ

0
126
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন যাত্রীদের মধ্যে গত সাত দিনে প্রায় আড়াই হাজার মাস্ক বিতরণ করেছে বিমানবন্দর রেলওয়ে পুলিশ।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁঁড়ির উপ-পরির্দশক (এসআই) মো. আমিনুল ইসলাম আজ শনিবার মাস্ক বিতরনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল থেকে আজ শনিবার বিকেল পর্য়ন্ত প্রায় সাত শতাধিক ট্রেন যাত্রীর মধ্যে মাস্ক বিতরন করা হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ধাপের সতর্কতার জন্য গত সাতদিন ধরে বিমানবন্দর রেলস্টেশনে আগত যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। বিমানবন্দর রেলস্টেশন পুলিশের ব্যক্তিগত উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কার্যক্রম গ্রহন করা হয়। এই ধরনের কার্যক্রম শীতকালীন সময়ে আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এসআই আমিনুল ইসলাম জানান, প্রতিদিন বিমানবন্দর রেলস্টেশনে দেশের বিভিন্নপ্রাপ্ত থেকে অসংখ্য ট্রেন যাত্রীর আগামন ঘটে। এসময় দেখা যায় অনেক ট্রেন যাত্রীর মুখেই মাস্ক থাকে না। অনেককে আবার সঠিক ভাবে মাস্ক পরছেন না। প্রতিদিন সকাল দুপুর ও সন্ধ্যা তিন বেলা রেলস্টেশনে এবিষয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাইকিং করা হয়। সেকারণে প্লাটফরম ও রেলস্টেশন এলাকায় যাত্রীরা যাতে করে সঠিক ভাবে সরকারী নির্দেশ ও নিয়মনীতি মেনে মাস্ক পরার জন্য সকলকে অনুরোধ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here