বিমান বন্দর গোলচত্তরে মাদক ব্যবসায়ী গ্রেফতার,১৬হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রাইভেটকার জব্দ

0
206
728×90 Banner

সানাউল্লা স্বপন: র‌্যাব-১ এর বিশেষ অভিযানে রাজধানীর বিমান বন্দর থানাধীন বিমান বন্দর গোলচত্তর এলাকা হতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১৬,০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ টি প্রাইভেটকার জব্দ করে।
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাহিকতায় র‌্যাব-১ গোয়েন্দা অনুসন্ধানে জানতে পারে যে, একটি মাদক কারবারী চক্র দীর্ঘদিন যাবত পাশর্¡বর্তী দেশ মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে রাজধানী ঢাকা ও আশপাশের জেলা সমূহে মাদক ব্যবসা করে আসছে। গোপন সুত্রে জানা যায়, বর্ণিত চক্রটি মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে কক্সবাজার হতে রাজধানীর উদ্দেশ্যে আসছে। এরই প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে।
এরই ধারাবাহিকতায় আজ ১২ জানুয়ারি ২০২০ ইং তারিখ আনুমানিক ১২১০ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর বিমানবন্দর থানাধীন বিমানবন্দর গোলচত্তরের পশ্চিম পাশের ফুট ওভার ব্রীজের আনুমানিক ১০ গজ উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ হেলাল উদ্দিন (২৯), পিতা- মৃত আমির হোসেন, মাতা- হালিমা বেগম, সাং- ফরহাদাবাদ (ইউসুফ চৌধুরীর বাড়ী), ডাকঘর- নূর আলী মিয়ার হাট, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ১৬,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ফোন, নগদ ২,০৯০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের অন্যান্য সদস্যরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিায়ানমার হতে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহণে করে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে মাদক পরিবহনে নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে। এই চক্রের অন্যতম সদস্য কক্সবাজারের জনৈক মাদক ব্যবসায়ী। সে এই চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে অবৈধভাবে ইয়াবার চালান দেশে নিয়ে এসে তার সহযোগী ধৃত আসামী মোঃ হেলাল উদ্দিন এর মাধ্যমে মাদকের চালান ঢাকাসহ আশেপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের নিকট পাইকারী মূল্যে বিক্রয় করে বলে জানায়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হেলাল উদ্দিন (৩২)’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন প্রাইভেটকার চালক। সে প্রাইভেটকার চালানোর পাশাপাশি দীর্ঘ ০৬ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ধৃত আসামী ইয়াবার চালানটি প্রাইভেটকারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাজধানী ঢাকায় নিয়ে আসে। বর্ণিত ইয়াবার চালানটি রাজধানীর জনৈক মাদক ব্যবসায়ীর নিকট পৌছে দেয়ার কথা ছিল। ইতিপূর্বে সে ১০/১২টি মাদকের চালান রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলে স্বীকার করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩০/৪০ হাজার টাকা করে দিত বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here