বিশ্ববিদ্যালয়ে অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ ওয়াদুদুর রহমান

0
155
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ইউনিট হতে গাজীপুর জেলার পুবাইলের কৃতি সন্তান অধ্যক্ষ মোঃওয়াদুদুর রহমানকে “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩” প্রদান করা হয়েছে।
শনিবার (২রা ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইসিএএলডিআরসি, ভাষা বিজ্ঞান ইউনিটের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ।
এসময় অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান -এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রী ডলি জহুর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিএএলডিআরসি’র উপদেষ্টা (ইউএসএ) অধ্যাপক নাছের ইউ আহমেদ, আইসিএএলডিআরসি’র সাধারণ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ, প্রমূখ।
আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়ে কাজ করে আসছে।
অধ্যক্ষ মোঃওয়াদুদুর রহমান বলেন, এ পর্যন্ত অনেক সম্মাননা পেয়েছি তবে এ সম্মাননা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মাননা।আমার মেধা, দক্ষতা ও কাজের মূল্যায়নে যে সম্মান আপনারা আমাকে দিলেন, এ জন্য আমি আইসিএএলডিআরসি’র প্রতি কৃতজ্ঞ । এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here