ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ইজতেমার নিয়মানুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান করা হয়। কিন্তু এই ধাপে তার ব্যতিক্রম। সোমবার বাদ ফজর থেকে কোনো আমবয়ান হয়নি। তবে খিত্তার সাথীদের সঙ্গে মুজাক্কারা করা হচ্ছে।
এরপর সকাল ১০টায় নজমের জামাতের সাথীদের উদ্দেশ্যে বয়ান করেছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো জানান, রোববার আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা ইতিমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন।প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলিগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেছে এবং রোববার মাগরিবের আগেই তা সম্পন্ন করেছেন।
সোমবার শুরু হওয়া শূরায়ী নেজামের ইজতেমার দ্বিতীয় ধাপে অংশ নিতে রোববার বিকাল থেকে ঢাকার একাংশসহ দেশের ২২ জেলার মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। ঢাকা জেলার একাংশ ছাড়াও মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, জামালপুর, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গােইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। এ ঢল থাকবে আখেরি মোনাজাতের আগমুহূর্ত পর্যন্ত।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় ধাপের কার্যক্রম। ইজতেমা ময়দানে বাদ যোহর বয়ান করেছেন- পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব।বাদ আসর বয়ান করেছেন- বাংলাদেশের মাওলানা রবিউল হক সাহেব বাদ মাগরিব বয়ান করবেন- ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব। তাবলীগের ছয় উসুল যথা-ঈমান, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমীন, তাসহীহে নিয়ত, দাওয়াত ও তাবলীগ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক মূল্যবান বয়ান করছেন। মূল বয়ান সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় তরজমা করা হচ্ছে।
গতকাল দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা গেছে, ময়দানের বেশিরভাগ অংশ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। গতকালও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে দল বেঁধে মুসল্লিরা আসেন ইজতেমা ময়দানে। ইজতেমায় আসা সব মুসল্লি তাদের নিজ নিজ দলের আমিরের মাধ্যমে ইজতেমার যাবতীয় ইমান, আদব, আখলাক ও শৃঙ্খলা নিয়ে কথা বলেন। ইজতেমায় তাদের দলের সদস্যদের কার কী কাজ, কে কী দায়িত্ব পালন করবেন, তা ভাগ করে দেওয়া হয়।
মাঠে ইতিমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩,২৮২ জন বিদেশি মেহমান মেহমান অবস্থান করছেন।দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩, ৪ ও ৫ ফেব্রæয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরবেন।এদিকে বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডায়েরি করার ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ- দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে
