Daily Gazipur Online

বিশ্ব ইজতেমায় মুসল্লীদের গাজীপুরস্থ চাঁদপুর জেলা ঐক্য ফোরামের ফ্রি চিকিৎসা সেবা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগত মুুসল্লীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরস্থ চাঁদপুর জেলা ঐক্য ফোরামের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গাজীপুরস্থ চাঁদপুর জেলা ঐক্য ফোরামের আহবায়ক খোরশেদ আলম তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর গাজীর পরিচালনায় ফ্রি চিকিৎসা সেবা ঔষধ বিতরণ উদ্বোধন করেন টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের কার্যকরি সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক জরিফ আহমেদ মন্টু ডিলার, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পাটোয়ারী, জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল কাদের মোল্লা, জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মাহমুদ কোরাসী, খলিলুর রহমান রাজু, শ্রমিক নেতা হারুন অর রশিদ, রেজাউল কবির রাজিব প্রমুখ। টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গাজীপুরস্থ চাঁদপুর জেলা ঐক্য ফোরাম ৫জন ডাক্তারসহ মুসল্লীদের সুচিকিৎসার জন্য নিয়োজিত ছিল। তারা প্রথম পর্বের ৩দিন শেষেও দ্বিতীয় পর্বে মুসল্লীদের চিকিৎসা সেবা প্রদান করবে।

Print Friendly, PDF & Email