Daily Gazipur Online

বিশ্ব ইজতেমা ময়দান বুঝে পেল সাদপন্থিরা,১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। রোববার দুপুরে জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা।ইজতেমা ময়দানে স্থাপিত জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির (সাদপন্থি) কাছে ময়দান বুঝে নেয়ার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন, গাসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন,, জিএমপি অপরাধ দক্ষিণের অতিরিক্ত উপ কমিশনার হাফিজুল ইসলাম, দ্বিতীয় পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, হাজী মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, মোাম্মদ সায়েম, মো. আসলাম, মোহাম্মদ হোসেন প্রমুখ।
দ্বিতীয় পর্বের মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, আমরা প্রশাসনের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি।১৪ থেকে ১৬ ফেব্রæয়ারি আমাদের শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়া হয়েছে। তারা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার পর ১৮ ফেব্রুয়ারি আমাদের নিকট মাঠ হস্তান্তর করবে। ২০ ফেব্রুয়ারি পুনরায় প্রথম পর্বের আয়োজক কমিটির নিকট মাঠ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা শেষ হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমা।