

ডেইলি গাজীপুর প্রতিবেদক :ব্রিটেনিয়া ইকোনমিকাল সাপোর্ট ট্রাস্ট ইউকে আয়েজিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা: নাজিম উদ্দিন আহমেদকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় “ব্রিটেনিয়া কমিউনিটি অ্যাওয়ার্ড ” প্রদান করেন। আজ সোমবার বিকেলে টঙ্গীর ঐতিহ্যবাহী আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উক্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ।
উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও ব্রিটেনিয়া ইকোনমিকাল সাপোর্ট ট্রাস্ট ইউকের চেয়ারম্যান অইনজীবি এডভোকেট মো. হালিম বেপারী এই অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র রাখি সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিনাত সুলতানা আঁখি,জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসিরউদ্দীন বুলবুল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুরাইয়া মাহমুদ,ডা: নাজিম উদ্দিন আহমেদ এর সন্তান ইমন সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল হাতেম,সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন সরকার, শিক্ষক জাহান্দার হোসেন,সাংবাদিক কারিম উল্লাহ ইকবাল প্রমুখ।
