মনির হোসেন জীবন: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র ভুয়া উপ পরিচালকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতের নাম মোঃ নজরুল ইসলাম নাঈম (৪৬)। সে নারায়নগঞ্জ জেলার মোঃ জসীম উদ্দিনের পুত্র।
র্যাব জানিয়েছে, প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নজরুল সংঘবদ্ধ প্রতারক চক্রের ১ জন সক্রিয় সদস্য বলে জানা গেছে।
আজ রোববার রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) নোমান আহমদ এসব তথ্য জানান।
এএসপি নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ভাটারা থানার সোলমাইদ বসুমিত রোড এভারকেয়ার হাসপাতালের দক্ষিণপাশে দারুচিনি রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, এ সময় তার নিকট থেকে ২ টি মোবাইল ফোন, ৪ টি দুদকের ভূয়া আইডি কার্ড ও প্রতারনার কাজে ব্যবহৃত ৪ পাতা ডকুমেন্ট উদ্ধারমূলে জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম নাঈম দীর্ঘদিন যাবৎ প্রতারনামূলকভাবে দুদকের নামে ইমেইল নাম্বার সহ জাহাঙ্গীর আলম নামে মিথ্যা নাম ও দুদকের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন কোম্পানী/গার্মেন্টস এর উর্ধ্বতন অফিসারের নিকট ইমেইল প্রেরণ করে দুদকের বার্ষিক ম্যাগাজিন এর চাঁদা বাবদ ১৫ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা চাঁদা আদায় করে আসছিল।
র্যাবের এ কর্মকর্তা বলেন, ভিকটিম মোঃ নাজমুল করিম এর নিকট থেকে নানাবিধ কৌশল ব্যবহার করে প্রতারনামূলকভাবে আসামী নজরুল ইসলাম নাঈম নিজেকে দুদকের উর্ধ্বতন অফিসার পরিচয় দিয়ে দুইবারে মোট ১৭ হাজার ২৫০ টাকা চাঁদা আদায় করেন। পরবর্তীতে আবার পূনরায় ভিকটিমের নিকট চাঁদা দাবী করিলে অস্বীকার করায় ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে।
নোমান আহমদ জানান, এ বিষয়টি নিয়ে ভিকটিম অধিনায়ক, র্যাব-১, উত্তরা, ঢাকা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-১ ছায়াতদন্ত করে দুদক’র ভুয়া উপ পরিচালক ভাটারা থানা এলাকা থেকে গতকাল শনিবার আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ভাটারায় দুদক’র ভুয়া উপ- পরিচালক গ্রেফতার
