ভ্রমণ: কোলকাতার টুকরো কথা

0
493
728×90 Banner

শেখ আব্দুস সালাম : যতো দেখি ততোই মুগ্ধ হয়ে যাই। একই জিনিস বার বার দেখলেও প্রতি দেখায়ই নতুন রূপ বের হয়ে আসে। এবার কোলকাতা আসার মূল উদ্দেশ্য দুটো। প্রথমত: মেয়েকে ডাক্তার দেখানো। সেটি সেরেছে। আমার মেয়েও ডাক্তার। ডাক্তারকেই ডাক্তার দেখানোটা সাধারণে অবাক লাগলেও বুদ্ধিমানের তা হয় না। একজন ডাক্তার দেহের একটি রোগ বিষয়ে বিশেষজ্ঞ হন। দেহে যে কতো প্রকার ব্যধি আছে তার গবেষণা প্রতিনিয়ত চলছে। যেমন দাঁতের ডাক্তার, আঁতের ডাক্তার, চোখ, নাক, কান, গলা, চর্ম, হৃদরোগ, ডায়াবেটিস, মূত্র, আন্ত্রিক ইত্যাদি। ডাক্তার সাহেব যখন জানলেন রোগিও একজন ডাক্তার তখন বেশ আলাপ আলোচনায় অধিক গুরুত্ব ও দায়িত্ব নিয়ে রোগিকে দেখলেন। এভাবেই রোগি দেখা উচিৎ বলে মনে হলো। কারণ সব রোগিরাইতো আর ডাক্তার নন। আবার সব ডাক্তারই রোগি নন। জীবন-মরণ, সুস্থ-অসুস্থতার ব্যাপার এটি। যাক ওসব, দ্বিতীয় উদ্দেশ্যটি ব্যর্থ হলো। মুর্শিদাবাদে যাওয়া হলো না। ট্রেনের টিকিটে পেঁয়াজের ঝাঁজ লেগেছে মনে হলো। টিকিটে দুর্ভিক্ষ। মেইল ট্রেনের টিকেট পাওয়া গেলো না। তাই যাওয়া বাদ। দেখা স্থানগুলো বাদ দিয়ে পুরো কোলকাতায় কী কী আছে তা দেখার সাধ হলো। করলামও তাই। একটা জিনিস লক্ষ্য করলাম। মানুষের ধন সম্পত্তি, টাকা কড়ি বেড়ে গেলে সম্মান ও বেড়ে যায়। ধনী লোকেরাই নামের আগে পরে অনেক উপাধি যুক্ত করে দেন। ক্ষেত্রভেদে ধনী গরিব হলেও দুরবস্থার শেষ থাকে না।

ছোটবেলা বই পুস্তকে পড়েছি কলিকাতা বা ক্যালকাটা। দেশিয় লোকেরা বলতেন কলিকাতা, বিদেশি সাহেবরা উচ্চারণে সমস্যাগত কারণে বলতেন ক্যালকাটা। সে জন্য কেউ মনে কিছু করতো বলে জানা নেই। এখনকার কলিকাতা বা ক্যালকাটা নামটি ২০০১ সালে বাংলা উচ্চারণের সাথে মিল রেখে কোলকাতা (Kolkata) করা হয়েছে। শহরের উন্নতি হবার সাথে তাল মিলিয়ে নামে আভিজাত্য এসেছে।
সামান্য অতিতে গেলে দেখা মেলে, সুতানুটি, ডিহি কলকাতা ও গোবিন্দপুর এ তিনটে গ্রাম নিয়েই কোলকাতা শহরের যাত্রা শুরু। ১৭শ শতকের শেষ ভাগ পর্যন্ত গ্রাম তিনটের শাসনকর্তা ছিলেন মুঘলরা। তার আগের শাসন শুধু ইতিহাস। স¤্রাট জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলায় বাণিজ্য সনদ লাভ করে। ১৬৯০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী কোলকাতায় একটি দূর্গবেষ্ঠিত বাণিজ্য কুঠি গড়ে তোলে। পুরোটা না বলে শুধু ইঙ্গিতে বললে বলতে হয় এই কুঠিই ছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নষ্ট খুঁটি। কারণ ওখানে বসে তারা নবাবকে করফাঁকি দেয়ার সমস্ত কু-বুদ্ধি করতো। সুবে বাংলার নবাব আলীবর্দ্দি খাঁন তাদের দুষ্টু বুদ্ধি জেনে ফেলেন। তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন এবং মৃত্যুকালে সিরাজ-উদ-দৌলাকেও শাসনভার দেয়ার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানী সম্পর্কে নসিহত করে যান। সিরাজের নিষেধ অমান্য করে সাহেবরা পুনরায় কুঠি সংস্কারের ছুঁতোয় নতুন কুঠি বানাচ্ছিলো। নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালে কোলকাতা জয় করেছিলেন। কিন্তু আদি কাল থেকে বর্তমান পর্যন্ত যে বিশ্বাসঘাতকের ছোবল ক্ষতবিক্ষত করে চলেছে মানুষকে তারই প্রমাণ মেলে নবাব সিরাজের বিরুদ্ধে মীরজাফর আলী খাঁনের চরিত্রে। ভয়ংকর কুৎসা রটিয়ে মীরজাফর গংরা ১৭৫৭ সালে মুর্শিদাবাদের দখল বুঝিয়ে দেন বিদেশি বেনিয়াদের হাতে। পরের টুকু পরিস্কার ঝলমলে আকাশে মেঘ বিজলির ঘনঘটা। ১৬৯০ সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানী নবাবের নিকট হতে বাণিজ্য সনদ লাভ করে তখন থেকেই কোলকাতার লিখিত ইতিহাসের সূচনা। এখানে লক্ষণীয় হলো ২০০৩ সালে কোলকাতা হাইকোর্ট এক মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয় কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা জন চার্নব কলকাতা শহরের প্রতিষ্ঠাতা নন। হাইকোর্ট জানিয়ে দেন যে, কোনো একক ব্যক্তি কোলকাতা শহরের প্রতিষ্ঠাতা নয়। ১৭০২ সালে ফোর্ট উইলিয়াম দূর্গের নির্মাণ কাজ শেষ করে নানা অজুহাতে। ওলন্দাজ, ফরাসী ও ডাচদের সাথে বিরোধকে কোম্পানী দূর্গ নির্মাণের ক্ষেত্রে বাহানা বানায়। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজের ষড়যন্ত্রমূলক পতন ও হত্যার পর অরাজক পরিস্থিতির সৃষ্টি করে কোম্পানী। তারপর লুটের দ্বারা বিত্তবৈভব অর্জন।১৭৭২ সালে কোলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয়। অখন্ড ভারতের রাজধানী কোলকাতাকে প্রাসাদ নগরী নামে আখ্যায়িত করে বৃটিশরা। ১৯শ শতাব্দী ও ২০শ শতাব্দীর প্রথম ভাগে বাংলায় নবগাজরণে বৃটিশ সরকার প্রমাদ গোণে। ১৯১২ সালে নানা অজুহাতে রাজধানী কোলকাতা হতে নয়া দিল্লিতে স্থানান্তর করে। স্থানান্তর করেও রেহাই মেলেনি। ভারতবর্ষ ১৯৪৭ সালে স্বধীন হয়ে যায়। প্রাকৃতিক বিবর্তনে কতো জায়গার রূপ পরিবর্তন হয় তার ইয়াত্তা নেই। এলাকা চিহ্নিত করার আগের নাম ও পরিবর্তন যোগ্য।
খান্দান, বাড়িঘর সবই নদীর মতোই গতি বদলায়। মানুষের গতি প্রকৃতি যাই হোক শেষ ঠিকানা মৃত্যুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা, ইচ্ছা বা অনিচ্ছায়। যমদূতের রূপ কী তা অনুমান করে বলা যায়না। যিনি বলবেন তিনি আজো মুত্যু নামক বন্ধুর বাড়ি হতে আর ফিরে আসেনি, পচে গলে মাটির সাথে মিশে যেতে হয়। যতো বড়াই, যতো পদ পদবী হোক সবার গতি একই। মুর্শিদাবাদে না গিয়ে প্রাসাদ নগরীর (Palace city) অতিত জায়গা গুলো দেখার জন্যে প্রস্তুতি নিলাম।

শিয়ালদা রেলস্টেশনে কোনো সুখবর নেই। দিদি (মূখ্যমন্ত্রী) মুর্শিদাবাদ যাবেন সে জন্য ওখানকার টিকিটে হাহাকার। হাহাকারের মধ্যেও রেল স্টেশন লোকারণ্য। মনে পড়ে গেলো রবীন্দ্র নাথ ঠাকুর তার অসুস্থ মেয়েকে নিয়ে পুরী হতে কোলকাতা আসার সময় ২য় শ্রেণির টিকিট না পেয়ে সাধারণ টিকিটে অসুস্থ শরীর নিয়ে কোলকাতা এসেছিলেন। আমারা কোন ছার! ক্ষমতার যেখানে সমতা নেই। তাই ভাগ্যকে বিরক্তি ভরে বরণ করে নিলাম। ভেতরে অবাধ্য বিরক্তি বিদ্রোহী হলেও বাইরে অনুশাসনে ভালোর ভাব প্রকাশ। এটাই ভদ্রতা। মনের কদর্য কথাগুলো ভেতরে আন্দোলন করলে স্বেচ্ছাচারী দেহটি তাকে নিয়ন্ত্রণে রেখে ভালোমানুষি করে। এটা হলো সুনাগরিকের দায়িত্ব। সু-শাসনের দায়িত্ব হলো যে কোনো মূল্যে আইন শৃংখলা রক্ষায় সব নিয়ন্ত্রণ করা। ওটা সহজ। কিন্তু মগজের ভেতর টগবগিয়ে মনের সব ভাব দলিত মথিত করে বার বার রক্তাক্ত করছে তার খবর ক’জনই বা রাখে। রাখার প্রয়োজনই বা কী ? পরের দিন সকালে টেক্সি নিয়ে সরাসরি কলেজ স্ট্রিটে চলে গেলাম। ১৮৫৭ সালে ভারতকে মুক্ত করার বছরই সুচতুর ইংরেজ কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। এতে অবশ্য ভারতবর্ষে আধুনিক শিক্ষার প্রসার ঘটে। ওখান থেকে সামান্য সামনে রাস্তার বিপরীতে বিদ্যাসাগর পার্ক। পার্ক থেকে বেরিয়ে চলে গেলাম ১৮১৮ সালের ২৪ জানুয়ারী প্রতিষ্ঠিত হেয়ার স্কুলে। ডেবিট হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা। প্রথম শ্রেণি হতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলে। (চলমান)

শেখ আব্দুস সালাম
প্রধান শিক্ষক
শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয় ,টঙ্গী-গাজীপুর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here