Daily Gazipur Online

মনটেজ পলিটেকনিক ইন্সটিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দেশ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মনটেজ পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীস্থ নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মনটেজের অধ্যক্ষ মোঃ ফখরুল আমিন। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আখেরুজ্জামান। আরো বক্তব্য রাখেন হারবাইদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আকতার হোসেন, মনটেজ পলিটেকনিক ইন্সটিটিউটের জিএম মোঃ আনোয়ার হোসেন, মনটেজ পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন প্রমুখ।


প্রতিষ্ঠানের ও বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।