ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী এক বিবৃতিতে জে এম মহসিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসমÍপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য রাউজান উপজেলার গহিরার সায়ের মোহাম্মদ চৌধুরী বাড়ির জে এম মহসিন চৌধুরী(৪৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার রাতে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তিনি মরহুম এসকান্দর চৌধুরীর পুত্র এবং মরহুম জে,এম বখতিয়ার চৌধুরী ও জে এম তসলিম উদ্দিন চৌধুরীর ছোট ভাই। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
তার ইন্তেকালের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।