মাদারীপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0
85
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ “স্বপ্নের আলো মানবিক সংগঠন” এর উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর রশিদ হাওলাদেরর হাট প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্বপ্নের আলো মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ইফতার সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বপ্নের আলো মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মামুন হাওলাদার, মোঃ মানিক হাওলাদার, মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ শাহিন মোড়ল, মোঃ শহিদুল হাওলাদারসহ সংগঠনটির অন্যান্য সদস্যগণ । এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল হাওলাদার সকলের উদ্দেশে বলেন, যারা জন্মভিটা, জন্মভ‚মি ভুলে যায়, তারা বেশি দ‚র এগুতে পারেন না। নিজের অস্তিত্বকে ভুলে গেলে অস্তিত্ব থাকবে না। তাই সবাইকে আহবান জানাই নিজের গ্রাম ও জন্মভ‚মিকে ভুলে গেলে চলবে না। আত্ম চেতনায় ও সকলের কাছে পরিচয় দিতে হবে নিজের সম্পর্কে। আজকে যারা এই মহৎ উদ্যোগে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদেরকে স্বাগত জানাই । মোঃ ফজলুল হাওলাদার আরও বলেন, স্বপ্নের আলো মানবিক সংগঠনের ম‚ল কাজ হচ্ছে মানবতার সেবায় আত্ম নিয়োগ করা । এই সমাজে যারা অসহায়, হতদরিদ্র এতিম ও দুঃস্থ মানুষ আছে তাদের কল্যাণে কাজ করা । সমাজে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যেই আমাদের এই স্বপ্নের আলো মানবিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে । আজকে মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । এসব সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, ছোলা, খেজুর, গুড়, আলু, পিয়াজ ইত্যাদি । ভবিষ্যতে এ ধরণের সকল ভালো কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল হাওলাদার ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here