মেশিন থেকে কাপড় বের করার সময় মিলল সহকর্মীর মরদেহ

0
19
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় কারখানায় কাজ করার সময় মেশিনের সঙ্গে পেঁচিয়ে শ্রমিক নয়ন মিয়া (২২) নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) ভোরে জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নয়ন মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা (চরঈশ্বরদিয়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। সে মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকার কালামের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করতেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক আব্দুল লতিফ জানান, নয়ন মিয়া রাতের শিফটে ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর কাজ করছিল। এসময় অসাবধানতা বশত তার হাত মেশিনের ভিতর চলে গেলে মেশিনের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মা রহিমা বেগম বলেন, আমার ছেলে কারখানার ওয়াশ সেকশনে সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করতো। রাতে নয়ন দুর্ঘটনা শিকার হলেও কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে না জানিয়ে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। তার কাজের স্থানে কোনো রকম নিরাপত্তা ছিল না।
জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘নয়ন রাতের শিফটে কাজ করছিল। ওই শিফটে টিফিন বিরতির সময় অন্যান্যরা চলে গেলেও সে ওয়াশিং মেশিনে কাপড় শুকানোর জন্য মেশিনে দিচ্ছিল। তখন অসাবধানতাবশত তার হাত মেশিনের ভেতর চলে যায়। এরপর মেশিনের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। টিফিন বিরতির পর অন্যান্য অপরেটররা এসে তাকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে মেশিন থেকে গার্মেন্টস বের করার সময় সহকার্মীরা তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, মেশিনে গার্মেন্টস দেওয়ার সময় সেও মেশিনের ভেতর পড়ে গেলে পেঁচিয়ে তার মৃত্যু হয়।’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘জায়ান্ট টেক্সটাইল কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here