Daily Gazipur Online

যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছেই

আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে জেলার কাজিপুর পয়েন্টেও যমুনার পানি বাড়া অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার।
কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১৬ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েছে ২১ সেন্টিমিটার।
তবে এখনো বিপৎসীমার ৯১ সেন্টিমিটার নিচে রয়েছে। গত সপ্তাহে অতিরিক্তভাবে পানি বাড়তে থাকলেও গত দু’দিন থেকে পানি বাড়ার হার কিছুটা কম রয়েছে।
পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, ১০-১২ জুলাই পর্যন্ত যমুনা নদীর পানি বাড়া অব্যাহত থাকবে। এরপর আবার কমতে থাকবে।