
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন সদস্য পদে জয়ী হলে এলাকায় মাদক নির্মূল করবেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর সেই কথা রাখেননি। উল্টো নিজে মাদক ব্যবসা করছেন এবং এলাকা মাদক ব্যবসায়ীদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এসব বিষয়ে খোঁজ খবর নিতে গেলে খোকন মিয়া পুলিশের সোর্স হাবিবুর রহমানকে এলাকা বাসিদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে গংগাচড়া মডেল থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরাবর দুটি পৃথক লিখিত অভিযোগ করেছেন সোর্স হাবিবুর রহমান । স্থানীয়দের অভিযোগ ইউপি সদস্য খোকন মিয়া নিজে মাদক ব্যবসায় মদদ দিচ্ছেন। তার ছত্রছায়ায় এসব মাদক ব্যবসায়ীদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক, বসছে জুয়ার আসর। ফলে গিড়িয়ারপাড়সহ আশপাশের এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। ইউপি সদস্য হওয়ায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ইউপি সদস্য খোকন মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত সরকার বলেন, ‘মাদক নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধিসহ ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে। তবে কেউ যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
