Daily Gazipur Online

রাজধানীতে পিকআপ ভ্যান চাপায় এক শিশু নিহত

এস, এম, মনির হোসেন জীবন: রাজধানীর মিরপুরে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যান চাপায় দুই বছরের এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম সায়েম।
আজ শনিবার সকাল সাতটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের, ১৩ নম্বর রোড, সি ব্লক, আদর্শনগরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া আজ শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত সায়েমের বাবা রিকশাচালক মো. হীরা হাসপাতালে সাংবাদিকদের জানান, দুই ছেলে ও স্ত্রী রোজিনা আক্তারকে নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের, ১৩ নম্বর রোড, সি ব্লক, আদর্শনগরের বাসায় ভাড়া থাকেন। দুই ছেলের মধ্যে সায়েম ছিল ছোট।
হীরা আরও জানান, সায়েম সকালে ঘুম থেকে উঠে গলির মুখের বড় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেখানে মুরগী বহনকারী একটি পিকআপ থামানো ছিল। এ সময় চালক গাড়িটি চালানো শুরু করলে গাড়ির সামনে থাকা শিশু সায়েমকে ধাক্কা দেয়। শিশুটি রাস্তায় পরে গেলে চালক গাড়ির চাকা শিশুটির উপর দিয়ে উঠে দেয়। খবর পেয়ে শিশুটিকে স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহত শিশুটির মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।