Daily Gazipur Online

রাজধানীতে রেস্টুরেন্টু বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বাড্ডার শাহজাদপুরের একটি বাসা থেকে প্রান্ত (২৩) নামে এক রেস্টুরেন্টু বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে পুলিশ। নিহত প্রান্ত মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মজিদপুরের বাসিন্দা। খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা থানার শাহজাদপুরের একটি মেস থেকে তার মরদেহ উদ্বার করে বাড্ডা থানা পুলিশ।
ডিএমপি’র বাড্ডা থানার ওসি (তদন্ত) মো: আব্দুল রাজ্জাক আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাড্ডা থানা পুলিশ ও নিহত প্রান্তর পরিবারের সদস্যরা আজ জানান, নিহত প্রান্ত রাজধানীর বাড্ডা থানার শাহজাদপুরের একটি মেসে বসবাস করতেন। এছাড়া সে গুলশান-২ নম্বরের একটি রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কাজ করতেন। দুই ভাইয়ের মধ্যে প্রান্ত ছিল সবার ছোট। শুক্রবার রাতে মেসের মধ্যে নিজ কক্ষে ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে বাবুর্চি প্রান্ত। পরে স্থানীয় লোকজন বাড্ডা থানা পুলিশকে খবর দিলে ঘটনার দিন রাতে ওই মেস থেকে নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে, কী কারণে সে গলায় ফাঁসি দিয়ে আতœহত্যা করেছে তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এঘটনায় বাড্ডা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।