
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- হেলাল উদ্দিন (২০), মাহবুব আলম (২৩) ও মোঃ শাহজাহান (১৯)। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
সোমবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তর বিভাগের গুলশান জোনাল টিম।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিঞ্জপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
ডিবি উত্তর বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা খালি পিকআপ যোগে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে গেন্ডারিয়া ও সূত্রাপুর থানা এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা ইয়াবা বিক্রি ও ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এ বিষয়ে গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়দের বিরুদ্ধে রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
