Daily Gazipur Online

রাজশাহী,তানোরে দলীয় কার্যালয়ে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। তানোর উপজেলা আ’লীগের উদ্যোগে বুধবার বিকালে তানোর গোল্লা পাড়া বাজারস্থ আ’লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। আর উপস্থিত ছিলেন,
তানোর উপজেলা আ’লীগ সহ-সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরীর এর সভাপতিত্বে ও তানোর উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।
তানোর পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, তানোর পৌর যুবলীগ সাবেক সভাপতি ইকবাল আলী মোল্লা, তানোর উপজেলা সৈনিকলীগ সাধারণ সম্পাদ বদিউজ্জামান নয়ন, তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন প্রমুখ।