Daily Gazipur Online

লালপুরে গুলি করে দিনের বেলায় অটো ছিনতাই

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে গুলি করে দিনের বেলায় অটো ছিনতাযের খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ( ২৮ মে) বিকেল ৪ টার দিকে আঙারিপাড়া নামক স্থান থেকে দূবৃত্তরা অটো চালককে গুলি করে অটো নিযে পালিয়ে যায়। আহত অটো চালক হারুন লালপুর উপজেলার কুইজিপুকুর গ্রামের নুর হোসেনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি উদ্ধার অভিযান অব্যাহত আছে ,অভিযোগ পেলে আরো বিস্তারিত অভিযান করা হবে।