লালপুরে বিচার দাবিতে সড়ক অবরোধ, থানায় ঢুকে বিক্ষোভ

0
24
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার (৪ডিসেম্বর) দুপুরে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ ১ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।
বিক্ষোভকারী জানান, গত রবিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়িদের গ্রেপ্তার দাবি জানিয়ে বুধবার সকাল ১১ টা থেকে বিক্ষোভ করেছিল সম্পার স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশে বাঁধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ আগামী ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাসে দিলে অবরোধ তুলে নেন তারা।
সম্পার মা রোজিনা বেগম জানান, আমার মেয়ে আত্মহত্যা করে নি৷ মেয়ের শশুড় বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এবিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here