এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মোবাইল, ল্যাপটপ, সোনা ও শাড়ি আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্রান্ডের ৩২০টি মোবাইল ফোন, ২৫টি ল্যাপটপ, ৪০০ গ্রাম স্বর্ণ ও ২০০টি শাড়ি কাপড়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বুধবার রাতে শাহজালালে বিমানবন্দরে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান এসব অবৈধ মালামাল আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট কেইউ-২৮৩ নম্বরের উড়োজাহাজটি ঢাকায় এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন সাইফুল ইসলাম, মো. সুমন ও রাসেল হোসেন। তারা শাহজালাল বিমানবন্দরে নেমে তড়িগড়ি করে গ্রিনচ্যানেল এলাকা দিয়ে বাহিরে বের হবার সময় ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টীমের সদস্যরা তাদেও তিনজনকে চ্যালেঞ্জ করে। পরে তাদের তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের ৩০০টি মোবাইল ও ২৫টি ল্যাপটপ পাওয়া যায়।
সাজ্জাদ আরও জানান, বুধবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিদেশ ফেরত একাধিক যাত্রীর দেহ, লাগেজ তল্লাশি করে ২০টি মোবাইল, ৪০০ গ্রাম স্বর্ণ ও ২০০টি শাড়ি আটক করা হয়েছে। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় দেড় কোটি। এছাড়া আটক পণ্য ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।