Daily Gazipur Online

শাহজালাল বিমানবন্দরে ৬৫ পিস সোনার বারসহ যাত্রী আটক

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে সাড়ে ৬ কেজি ওজনের ৬৫ পিস সোনার বারসহ মো. রাজিব দেওয়ান (৩৫)নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম করে। ৬টি প্যাকেট ভর্তি অবস্থায় মোট ওজন ৬ কেজি ৫শ’ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যার মধ্যে ৬৫পিস সোনার বার রয়েছে। উদ্বার করা সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের বোডিং ব্রিজ ও গ্রিন চ্যানেল এলাকা থেকে এসব সোনার বার উদ্বার করা হয়।
আজ মঙ্গলবার ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১১টার দিকে সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসকিউ- ৪৪৬) বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই ফ্লাইটের যাত্রী ছিলেন মুন্সীগঞ্জের রাজিব দেওয়ান। যাত্রী রাজিব দেওয়ান বিমানবন্দরে নেমে তড়িগড়ি করে বোডিং ব্রিজ এলাকা দিয়ে গ্রিন চ্যানেল পার হয়ে বের হচিছল। সে সময় বিমানবন্দরের কাস্টকস কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তবে যাত্রী রাজিব এতে অস্বীকার করেন এবং তাকে তল্লাশি করতে চাইলে অসহযোগিতা করেন।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, আর্চওয়ে মেশিনের মাধ্যমে যাত্রী রাজিবকে চেকিং করা হলে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপরে তার পরিহিত প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৬টি প্যাকেটের ভেতর থেকে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ১০ তোলা ( ১০০) গ্রাম) ওজনের মোট ৬৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন হলো ৬ কেজি ৫শ’ গ্রাম। যার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা।
এবিষয়ে যাত্রী মো. রাজিব দেওয়ান (৩৫) এর বিরুদ্বে দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ মতে মামলা দায়ের করা হয়েছে। উদ্বারকৃত সোনা গুলো কাস্টমস এর হেফাজতে আছে। যাত্রী মো. রাজিব দেওয়ানকে জিঞ্জাসাবাদ শেষে বিমানবন্দর থানায় রাতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া আজ মঙ্গলবার জানান, সোনা চোরাচালানের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী রাজিব দেওয়ান (৩৫)কে থানায় সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, রাজিব দেওয়ানকে জিঞ্জাসাবাদ শেষে আজ আদালতে প্রেরণ করা হবে।