

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আজ ১১ আগস্ট বুধবার আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জননেতা ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এসময় কেন্দ্রীয়, মহানগর ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
