Daily Gazipur Online

শোক সংবাদ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধান প্রটোকল অফিসার,ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জনাব সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী(৮৭) বার্ধক্যজনিত এবং অসুস্থতাজনিত কারণে অদ্য বিকেলে ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বীর মুক্তিযোদ্ধা জনাব সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দেশের ৩২৮ টি পৌরসভার সর্বস্তরের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বি.এ.পি.এস ঢাকা বিভাগের পক্ষ হতে সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ম ই তুষার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছে এবং মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।