
ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য, ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সদস্য শেখ লাভলী হক লাবণ্য এর মা করোনায় আক্রান্ত হয়ে আজ ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এরআগে করোনায় আক্রান্ত হলে সিলিন্ডারের মাধ্যমে বাসায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। পরে অবস্থা গুরুতর হলে বিএসএমএমইউ হাসপাতালে (পিজি) তাকে ভর্তি করা হয়।
অবশেষে আইসিইউতে স্থানান্তরের প্রয়োজন হলেও আইসিইউ বেড খালি না পাওয়াতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব এডিটরস কাউন্সিল, জাতীয় সাংবাদিক সোসাইটি, মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
