

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে “সংবিধানের আলোকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : আমাদের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ’র সভাপতিত্বে ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।
প্রধান আলোচক ছিলেন- গণ ফ্রন্ট’র প্রেসিডিয়াম সদস্য জনাব মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মেজবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্রাস্ট পার্টির চেয়ারম্যান সাদেকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন চৌধুরী, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন ভূইয়া, দৈনিক একুশে বাণীর সম্পাদক আশরাফ সরকার।
আলোচনায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, ঢাকা জেলা ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাইদুর রহমান সৈকত, কানিকাসর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মইনউদ্দিন পারভেজ, বাংলাদেশ আওয়ামী লীগের চাটমোহর উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম (খাকছার), ডেমোক্রেটিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ নুরল ইসলাম নুরু, ঢাকা মহানগর দক্ষিণ ডেমোক্রেটিক পার্টির সদস্য সরদার মোঃ শাহ আলম ও ঢাকা জেলা ডেমোক্রেটিক পার্টির যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল করিম পাশা প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।
